⦁ SA তেলাপিয়া খায় কম বাড়ে বেশি।
⦁ উন্নত জাতের ও বড় ব্রড মাছের ডিম থেকে ইনব্রিডিং মুক্ত পোনা উৎপাদন করা হয়।
⦁ জীবাণু-মুক্ত ও অত্যাধুনিক ল্যাবে ডিম থেকে রেণু পোনা উৎপাদন করা হয়।
⦁ ২৮ দিনের হরমোন সম্পন্ন (৯৯% মনোসেক্স)
⦁ ৪ মাস ২.৫-৩ পিছ/কেজি ওজন হয়।
⦁ ৭ মাসে ১ পিছ/কেজি
⦁ ১২ মাসে প্রতি পিছ তেলাপিয়া হবে ২ কেজি।
⦁ সহজে ডিম/ বাচ্চা দেয় না।
⦁ স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস-মুক্ত।